অনুসরণ করুন

এক নজরে শহীদ বাবুল একাডেমী

১৯৭৬ সালের ১৫ জানুয়ারী পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা জনাব মুঃ হাফিজুর রহমান ময়নার প্রত্যক্ষ নেতৃত্বে ১১ সদস্যের পরিচালনা কমিটির মাধ্যমে পল্লীমা সংসদের সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল্লাহ-হিল-বাকি, বীর প্রতীক এর সহযোদ্ধা শহীদ আমিরুস সালাম বাবুল এর নামানুসারে শহীদ বাবুল শিশু শিক্ষালয়ের যাত্রা শুরু হয়। এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সহযোগিতায় ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে শুধুমাত্র ৩ টি ক্লাসরুম তৈরী করে ১৯৭৬ সালের ১ জানুয়ারী থেকে অনানুষ্ঠানিক ভাবে ক্লাশ শুরু করা হয়। পরবর্তীতে এই শিক্ষালয়টি ‘শহীদ বাবুল একাডেমী’ নামে নামকরন করা হয়।

কালের পরিক্রমায় আজ এর বয়স হয়েছে ৪১ বছর। ২ টি সুউচ্চ ভবনে বরতমানে এর দুটি মাধ্যম চালু রয়েছে। বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সন এ প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত অধ্যয়নরত আছে ২৬৫০ জন শিক্ষার্থী। ১ জন অধ্যক্ষের নেতৃত্বে ২ জন উপাধ্যাক্ষ, ৭৬ জন শিক্ষক, ৩ জন হিসাবরক্ষক এবং ২৬ জন অশায়ক কর্মী রয়েছে। একাডেমীকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য রয়েছে ১১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ। উন্নত পাঠদান পদ্ধতি অনুসরন করে এ প্রতিষ্ঠানটি যে সুনাম অর্জন করেছে, সমান্তরালভাবে সাংস্কৃতিক অঙ্গনেও সমভাবে প্রজ্বলিত করেছে তার দীপশিখা।

শহীদ বাবুল একাডেমীর মুল আদর্শ ও লক্ষ্য হচ্ছে ‘শিক্ষাময় আনন্দ ও আনন্দময় শিক্ষা’।

চেয়ারম্যান ও সভাপতিবৃন্দ

একাডেমীর সম্পাদকবৃন্দ

একাডেমীর সহ-সম্পাদকবৃন্দ

২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার

বিস্তারিত দেখতে ক্লিক করুন

একাডেমীর শান্তি, শৃংখলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দের ।

(১) বাংলা মিডিয়ামের একাডেমিক সেশন জানুয়ারি থেকে ডিসেম্বর।
(২) প্রতি বছর শ্রেণিতে আসন সংখ্যার ভিত্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি
করানো হয়।
(৩) প্লে-গ্রুপ, নার্সারী ও কেজি শ্রেণিতে মৌখিক পরীক্ষা (মৌলিক ধারণা সম্বলিত) এবং ১ম শ্রেণি থেকে
৫ম শ্রেণিতে লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী, অংক ও সাধারণ জ্ঞান) নেওয়া হয়।
(৪) অক্টোবর মাসে ভর্তি ফরম দেওয়া হয় এবং নভেম্বর মাসে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা
সহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
(৫) ভর্তি হওয়ার পর কোন শাখা, শিফট পরিবর্তন করা যাবে না।
(৬) ভর্তি সংক্রান্ত তথ্যাবলী নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয় এবং অফিস থেকেও জানা যায়।

(১) সাপ্তাহিক ছুটি ঃ শুক্রবার ও শনিবার
(২) স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আগমনের সময়সূচি :
প্রভাতী শাখা : প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণি – সকাল ৭.২০ মিনিট থেকে ৭.৫০ মিনিট।
দিবা শাখা : প্লে-গ্রুপ থেকে ১ম শ্রেণি – সকাল ১১.০৫ মিনিট থেকে সকাল ১১.২৫ মিনিট।
(৩) সমাবেশে উপস্থিত থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

(১) ছাত্রদের জন্য ঃ প্লে-গ্রুপ থেকে কেজি শ্রেণি: মনোগ্রাম সম্বলিত সাদা হাফ শার্ট, লাল হাফ প্যান্ট,
লাল টাই, সাদা কেড্স, সাদা মোজা।
শীতকালে :
[: মনোগ্রাম সম্বলিত সাদা ফুল শার্ট, লাল ফুল প্যান্ট, লাল সোয়েটার।
১ম থেকে ৫ম শ্রেণি: মনোগ্রাম সম্বলিত সাদা হাফ শার্ট, লাল ফুল প্যান্ট, লাল টাই,
সাদা কেড্স, সাদা মোজা।
শীতকালে: মনোগ্রাম সম্বলিত সাদা ফুল শার্ট, লাল সোয়েটার।
ছাত্রীদের জন্য ঃ সাদা হাফ শার্ট, মনোগ্রাম সম্বলিত লাল টিউনিক, লাল টাই, লাল বেল্ট, সাদা কেড্স,
সাদা মোজা, সাদা চুলের ফিতা, কালো ক্লিপ, লাল সোয়েটার ও সাদা সালোয়ার
(শীতকালে)। হলদে পাখির শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী নির্ধারিত দিনে হলদে পাখির
ড্রেস পড়তে হবে।
ইউনিফর্মের সামঞ্জস্য রক্ষার জন্য এবং নির্ধারিত বই ও লোগো সম্বলিত খাতার জন্য
একাডেমী কর্তৃক উল্লেখিত দোকান থেকে ক্রয় করতে হবে।
(২) পরিচয় পত্র ঃ প্রত্যেক শিক্ষার্থীকে জানুয়ারি মাসে নির্ধারীত ফরমে শিক্ষার্থীর নাম, শ্রেণি, শাখা, রোল
নং, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সহ স্কুল ইউনিফর্ম পরিহিত
২ কপি স্ট্যাম্প এবং ২ কপি পাসপোর্ট সাইজ ফটো এবং জন্ম নিবন্ধন সনদের
ফটোকপি শ্রেণি শিক্ষকের নিকট সরবরাহ করে পরিচয় পত্র সংগ্রহ করতে হবে।
পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় পরিচয় পত্র বাবদ ফি জমা দিয়ে
পরিচয় পত্র সংগ্রহ করতে হবে।
(৩) ইউনিফর্ম ও বই খাতা স্টেশনারি প্রাপ্তি স্থান : সুরভী টেইলার্স, ৪১৫/সি খিলগাঁও, ঢাকা-১২১৯,
মোবাইল: ০১৯২৩১২২৭৮৪,০১৭৪৫৭৭২২০৭ এবং বই খাতা-স্টেশনারির প্রাপ্তি
(১)
স্থান: ৪২৯/সি খিলগাঁও (আনসার হেড কোয়াটার সংলগ্ন), ঢাকা-১২১৯।
ফোন: ৫৫১২২৬৮৪, মোবাইল: ০১৯৬৫৯৭৩২৯৬।

০১ – বছরে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা।
০২ – ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রেণি পরীক্ষা নেয়া হয়।
০৩ – প্রতিটি টার্ম পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ে ২০ নম্বরের শ্রেণি পরীক্ষা নেওয়া হয়। উক্ত পরীক্ষার প্রাপ্ত নম্বর টার্ম পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে টার্ম পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
০৪ – টার্ম পরীক্ষার পাশ নম্বর প্লে গ্রুপ থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ৫০% এবং ৫ম শ্রেণি ৪০%।
০৫ – শ্রেণি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার সময় কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে উক্ত পরীক্ষা পুনরায় নেওয়া হয় না।
০৬ – পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোন শিক্ষার্থী সংক্রামক রোগে আক্রান্ত হয় তাহলে সিক রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

(১) রূপালী ব্যাংক, খিলগাঁও শাখা, ঢাকা ব্যাংক থিলগাঁও শাখার মাধ্যমে টিউশন ফি সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টার মধ্যে পরিশোধ করতে হবে।
(২) বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের প্রতি মাসের ০১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে (বন্ধের দিন ব্যতীত) মাসিক টিউশন ফি পরিশোধ করতে হবে।
(৩) টিউশন ফি পরিশোধের নির্ধারিত দিন ব্যাংক বন্ধ থাকলে পরবর্তী খোলার দিনে টিউশন ফি পরিশোধ করা যাবে।
(৪) বকেয়া টিউশন ফি এর জন্য প্রতি মাসে ১০০.০০ (একশত টাকা) জরিমানা দিতে হবে।
(৫) পর পর ৩ (তিন) মাসের টিউশন ফি বকেয়া থাকলে একাডেমী থেকে নাম কর্তন করা হবে। পুনরায় নাম তুলতে হলে পুনঃ ভর্তি ফি (১ মাসের টিউশন ফি এর সম পরিমাণ টাকা) সহ যাবতীয় বকেয়া টিউশন ফি পরিশোধ করতে হবে।
(৬) বকেয়া টিউশন ফি ব্যতীত চলতি মাসের টিউশন ফি নেওয়া হয় না তবে অগ্রীম টিউশন ফি পরিশোধ করা যাবে।
(৭) প্রতিটি টার্ম পরীক্ষার পূর্বে টিউশন ফি পরিশোধ করা না থাকলে পরীক্ষার প্রবেশ পত্র দেওয়া হবে না।
(৮) দীর্ঘদিন একাডেমী বন্ধ থাকলে (যেমন পবিত্র রমজান মাস) ২ মাসের টিউশন ফি ছুটির পূর্বে পরিশোধ করতে হবে।
(৯) বার্ষিক পরীক্ষার পূর্বে ২ মাসের টিউশন ফি একত্রে নভেম্বর মাসে পরিশোধ করতে হবে।
(১০) ছাড়পত্র (Transfer Certificate) নেওয়ার ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। একাডেমীর যাবতীয় পাওনা পরিশোধ করা থাকলে ছাড়পত্র ফি (মাসিক টিউশন ফি এর সমপরিমাণ টাকা) পরিশোধ করে ছাড়পত্র নেওয়া যাবে।

বিঃ দ্রঃ (১) ২০২৫ শিক্ষাবর্ষে বাংলা মিডিয়ামের প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভর্তির সময় জানুয়ারি মাসের টিউশন ফি ১,৩৫০/- টাকা এবং বাৎসরিক অন্যান্য ফি বাবদ ৭,৯৫০/- টাকা সহ মোট ৯,৩০০ টাকা জমা দিতে হবে।
(২) টি.সি.ফি, পুনঃভর্তি ফি ১ মাসের টিউশন ফি-এর সমান ।
(৩) পর পর ৩ মাস টিউশন ফি পরিশোধ করা না হলে পুনঃ ভর্তি ফি (১ মাসের টিউশন ফি) দিয়ে টিউশন ফি পরিশোধ করা যাবে।
(৪) প্রতি মাসের টিউশন ফি বিলম্বে পরিশোধের জন্য ১০০/- টাকা জরিমানা ফি জমা দিতে হবে।
(৫) টিউশন ফি আদায়ের রিসিট বই ও পরিচয় পত্র হারিয়ে গেলে পুনরায় ১০০/- টাকা হারে জমা দিয়ে রিসিট বই ও পরিচয় পত্র সংগ্রহ করা যাবে।
(৬) প্রতিটি ভর্তি ফরম ও প্রসপেক্টাসের মূল্য ২০০.০০ (দুইশত) টাকা।

১। একাডেমীতে আগমনের নির্ধারিত সময়ের পর গেইট বন্ধ করে দেওয়া হবে।
২। টিফিনের সময় শিক্ষার্থীরা গেইটের বাইরে বের হতে পারবে না ।
৩। ছুটির সময় কোন শিক্ষার্থী বৈধ অভিভাবক ছাড়া গেটের বাইরে যেতে পারবেনা ।
8। প্রত্যেক শিক্ষার্থীকে বাসা থেকে টিফিন, পানি এবং শ্রেণির রুটিন অনুযায়ী বই, খাতা ইত্যাদি আনতে হবে।
৫৷ মেধার স্বীকৃতি স্বরূপ প্রতিটি শ্রেণির ১ম স্থান অধিকারীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। নিয়মিত উপস্থিতি ও সুন্দর হাতের লেখার জন্যও পুরস্কার রয়েছে।
৬। শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা, প্যারেড, হলদে পাখি ও মার্শাল আর্ট কার্যক্রম পরিচালিত হয়।
৭৷ দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের হলদে পাখি এবং ছাত্রদের প্যারেড বাধ্যতামূলক
৮। একাডেমীতে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, প্রত্যেক শিক্ষার্থী এর সদস্য এবং সাপ্তাহিক লাইব্রেরি ক্লাশ বাধ্যতামূলক।
৯। জাতীয় অনুষ্ঠান এবং একাডেমীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক ।
১০। মোবাইল, সিডি, খেলনা, গল্পের বই ইত্যাদি একাডেমীতে আনা যাবে না।
১১। শিক্ষকদের সাথে অভিভাবকবৃন্দ প্রতি মাসে দুইদিন নির্ধারিত সময় দেখা করতে পারবেন।
১২। অসুস্থতার কারণে বা বিশেষ কোন কারণে একাডেমীতে আসতে না পারলে মেডিকেল সার্টিফিকেট বা উপযুক্ত কারণ দেখিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
১৩। ক্লাশ চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীকে ছুটি দেওয়া যাবে না তবে জরুরী ভিত্তিতে কারও যাওয়ার প্রয়োজন হলে আইনানুগ অভিভাবক স্বাক্ষরিত আবেদন পত্র দিয়ে ছুটি নেওয়া যাবে। সকলের সহযোগিতা একাডেমীর কাম্য।

বিস্তারিত দেখতে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ নোটিশ

টাইটেল প্রকাশের তারিখ ডাউনলোড (PDF)
ভর্তি সংক্রান্ত
14 Dec 2024 | 6:29 PM
দেখুন
শহীদ বাবুল একাডেমি-এর “বই বিতরন উৎসব-২০২৫”।
14 Dec 2024 | 6:29 PM
দেখুন
শহীদ বাবুল একাডেমি-এর “বই বিতরন উৎসব-২০২৫”।
14 Dec 2024 | 6:29 PM
দেখুন

ফটো গ্যালারি

ভিডিও গ্যালারি

ঠিকানা :

সি-৮৪১, শহীদ বাকি সড়ক, খিলগাঁও আবাসিক এলাকা, ঢাকা ১২১৯

Email:

info@pallimasangsad.org

Phone:

৮৮ ০২ ৪৭২১২২২৪
৮৮ ০২ ৪৭২১২২২২ (১০১)